বগুড়া  আদমদীঘিতে এক যুবকে মারপিটের ঘটনা

শিমুল হাসান ,,
 (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে কৌশলে ডেকে এনে হাত-পা বেঁধে মহিত হোসেন (২১) নামের এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক কয়েকদিন ধরে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে। রবিবার সকালে মহিত হোসেন বাবা আতোয়ার হোসেন বাদী হয়ে শাকিল, রকি সহ ৬জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২২জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে পরিকল্পিত ভাবে মহিতকে তার বসতবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যান একই গ্রামের মতিউর রহমান মুখিনের ছেলে শাকিল। পরে ওই গ্রামের বাসিন্দা রিদয়ের বাড়িতে নিয়ে গিয়ে মহিতের হাত-পা বেঁধে কয়েকজন মিলে দলবদ্ধ হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারধর করে ঠোট, কান সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন। কয়েকদিন পর তার শরীরে বিভিন্ন স্থালে ফুলতে শুরু করলে পরিবারের লোকজন তাকে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে আদমদীঘি থানায় ৬জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিতের বাবা আতোয়ার হোসেন। বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ