বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে মজুদদারের জরিমানা

শিমুল হাসান 
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় আজ বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সদরে অবস্থিত বাজারে সবজি বিক্রেতা ও সান্তাহার পৌর শহরে অবস্থিত সরদার অটো রাইচ মিল মালিককে  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে আদম দীঘি উপজেলা সদরে অবস্থিত বাজারে মূল্য তালিকা না রাখার দায়ে সবজি বিক্রেতা রশিদুল ইসলাম (৪০) কে ৫০০ টাকা জরিমানা এবং সান্তাহার পৌর শহরের বশিপুর রাস্তার পাশে অবস্থিত মেসার্স সরদার সেমি অটো রাইচ মিলের ব্যাবস্থাপক বকুল হোসেন (৫২) কে অতিরিক্ত চাউল মজুদের দায়ে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।  অভিযান পরিচালনা সমন্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিভিন্ন ধরণের খাদ্য মজুদ ও চড়া দামে বিক্রয়ের বিরুদ্ধে বাজার মনিটরিং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ