বগুড়ায় সান্তাহার মাদক সেবনের দায়ে আট জনের দন্ড 

 শিমুল হাসান,,   (বগুড়া)  প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জনকে দন্ড প্রদান করেছেন।
গতকাল (১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আট জনকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদেরকে দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো সান্তাহার পৌর শহরের হঠাৎ পাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৫) কে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, যুগী পুকুর মহল্লার বাবু ইসলামের ছেলে পিন্টু ইসলাম (২৩) কে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইয়ার্ড কলোনি মহল্লায় তোতা মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪২) কে ৫০০০ টাকা জরিমানা ও ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একই মহল্লার হাবিবুর রহমানের ছেলে শাহাদত হোসেন (২৯) কে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, লকু পশ্চিম কলোনি মহল্লার বাছের আলীর সাগর হোসেন (২৫) কে ২০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, স্টেশন কলোনি মহল্লার আব্দুর রশিদের ছেলে চাঁন মিয়া (৩২) কে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই মহল্লার চাঁন প্রামাণিকের ছেলে আব্দুর রহমান (২৭) কে ২০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সান্তাহার ইউনিয়নের কায়েত পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে  বিপ্লব হোসেন (২৮) কে ৫০০০ টাকা জরিমানা ও ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ড ও কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন ও সেবনের সময়   হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে তিনি তাদেরকে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ