কিশোরগঞ্জে এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি

আমিনুল হক সাদী :

কিশোরগঞ্জে এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ‘রিলাই’ প্রকল্পের আওতাভুক্ত কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দুটি গ্রাম সমিতিতে (কাচারিপাড়া দক্ষিণ ও ধলিয়াযরচর) এলাকায় স্থাপিত সমিতির কার্যক্রম পরিদর্শন করেন বিশ্বব্যাংক এর প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্বব্যাংক এর তহবিল দ্বারা সুবিধাভোগী গ্রাম গুলোর সার্বিক উন্নতি সরেজমিনে যাচাই করার লক্ষ্যে এই ভিজিট করেন তারা। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা হলেন সামিনা ইয়াসমিন (সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট, কো-টাস্ক টিম লিডার), শন্তদেবী মিনাক্ষী (কনসাল্টেন্ট ইয়্যুথ এন্ড মনিটরিং এন্ডইভ্যালুয়েশন), মো: গোলাম ফারুক (ডিরেক্টর অপারেশন, এসডিএফ), মো: লুৎফর রহমান (জেনারেল ম্যানেজার, এমইএল), ফৌজিয়া তাওহিদ(জেনারেল ম্যানেজার, কম্যুনিকেশন), ড. মো: শহীদুল ইসলাম (ডেপুুটি জেনারেল ম্যানেজার, ইয়্যুথ এন্ড ইমপ্লয়মেন্ট জেনারেল সাপোর্ট), মো: গোলাম মোস্তফা খান (জেলা ব্যবস্থাপক, এসডিএফ-কিশোরগঞ্জ)। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবন্থাপকবৃন্দ, জেলা কর্মকর্তাবৃন্দ ও ক্লাস্টার টিম এবং গ্রাম সমিতির সদস্যবৃন্দ। পরিদর্শনকালে অতিথিবৃন্দ গ্রামের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সিডিডি কৌশল বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। ভিজিট শেষে অতিথিবৃন্দ কাচারিপাড়া দক্ষিণ গ্রাম সমিতির অফিস প্রাঙ্গণে ফলজ ও বনজ দুটি বৃক্ষরোপন করেন। উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ),অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত এবং অলাভজনক একটি সংস্থা, যা গ্রামীন পর্যায়ে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাসৃষ্টিতে কাজ করে আসছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ