পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান

সাজিদ আকাশ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল অপসারণ বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ এর তৃতীয় ধাপের ষষ্ঠ দিনে সন্ধ্যা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০০০ মিটার কারেন্ট জাল ও ৩ জন জেলেকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ বায়েজিদুর রহমান কাউখালী, পিরোজপুর।
মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন জেলেকে ৫০০০/-টাকা করে ১০,০০০/- টাকা ও ১ জনকে ২০০০/- টাকাসহ মোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়। জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের টিম ও অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ। মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে কাউখালী মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ