ভালোবাসা দিবসে সিঙ্গেল কমিটির বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশ : বুধবার  ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ফয়েজ আহমেদ মামুন

কিশোরগঞ্জ,

“এসো নবীন দলে দলে,সিঙ্গেলদের ছায়া তলে” এই প্রতিপাদ্য ধারণ করে   বিশ্ব ভালোবাসা দিবসে কিশোরগঞ্জে সিঙ্গেল কমিটির উদ্যোগে ভালোবাসার সুষ্ঠু  বন্টনের দাবিতে প্রেমবিরোধী মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।  বিক্ষোভ মিছিলে নানা স্লোগানে মুখরিত ছিলো ক্যাম্পাস। ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। কিশোরগঞ্জের  মাটি সিঙ্গেলদের ঘাটি সহ নানা স্লোগান দেয়

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে কিশোরগঞ্জ  সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ করেন সিঙ্গেল কমিটির নেতৃবৃন্দ। কিশোরগঞ্জ  সিঙ্গেল কমিটির সভাপতি নাজমুল হাসান রিয়াদের সভাপতিত্বে মিছিল শেষে কমিটির নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু বেশিরভাগই প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একের অধিক সম্পর্কে রয়েছে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে তারা ছেলেখেলা বানিয়েছে। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।

কমিটির সহ –সভাপতির  মো: আতহার আলীর  সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা  খালেদ দিন জয়, সাধারণ সম্পাদক  রিফাত আহাম্মেদ, সহ সাধারণ সম্পাদক)  এ এফ তুষার, ,প্রধান মহিলা বিষয়ক সম্পাদক আলফি জাহান লাইভা, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান উপ-সম্পাদক আকসান হাবিব, সহ মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া তাহসিন নাঈমা, সদস্য সচিব  ইমন খান, সদস্য সচিব মাহাতাব হোসেন শুভ  সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ