test

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক আমার বাংলাদেশ (অনলাইন ভার্সন) ২ সেপ্টেম্বর “রেলওয়ে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতিতে যাবে স্টাফরা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রেলওয়ে চৌকিদার সুরাইয়া আক্তার বিউটি ও তার স্বামী শাহিন মিয়া। তারা বলেন এ নিউজে সকল তথ্যই মিথ্যা ও বানোয়াট যা উদ্দেশ্য প্রনোদিত। নিউজে উল্লেখ করা হয়েছে উপ-সহকারী রেজাউল করিমকে সুরাইয়া আক্তার বিউটি ও তার স্বামী শাহিন মিয়া কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন। যার কোন থানায় সাধারণ ডায়রীও নেই। নিউজে আরও উল্লেখ করেছেন যে, সুরাইয়া আক্তার অফিসে তিন কার্যদিবস অনুপস্থিত রয়েছেন। মূলত সুরাইয়া আক্তার বিউটি ছেলে অসুস্থ থাকায় তিনদিনের ছুটি চেয়ে ছিলেন। কিন্তু পিডব্লিও রেজাউল করিম ছুটি মঞ্জুর না করে দরখাস্ত ছিড়ে ফেলে এবং অনুপস্থিত দেখায়। পিডব্লিওকে চাপ দেয়া কথাটিও মিথ্যা বলা হয়েছে বরং পিডব্লিও রেজাউল করিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এর নিকট আত্মীয় হওয়ায় প্রভাব কাটিয়ে উল্টো সুরাইয়া আক্তার বিউটিকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এ ছাড়াও প্রকাশিত সংবাদে অনেক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সুরাইয়া আক্তার বিউটি ও তার স্বামী শাহিন মিয়াকে সমাজে হেও করার জন্য প্রতিবেদনটি উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রকাশ করা হয়েছে। যার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি।

নিবেদক
সুরাইয়া আক্তার বিউটি

শাহিন মিয়া।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ