কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক শহীদ খায়রুল জাহান স্মৃতি সংসদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শোলাকিয়া নীলগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্মৃতি সংসদ ক্লাবে থাকা ৮৬ হাজার টাকা মূল্যের ৫০’’ স্যামসাং টেলিভিশন ও সেটআপ বক্সসহ প্রায় লক্ষাদিক টাকার মালামাল খোয়া যায়।

বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবু হাসান বাবুল জানান, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখি ক্লাবের দরজা খোলা। পরে ভিতরে গিয়ে দেখতে পান টিভির বক্সের খিল ভাঙ্গা ও সব কিছু এলোমেলো।

বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি একে নাছিম খান জানান, প্রথমে দরজার খিল ভেঙ্গে ক্লাবের ভিতরে প্রবেশ করে পরে টিভির জন্য বানানো স্টিলের বক্সের খিল ভেঙ্গে ৫০’’ স্যামসাং টিভি ও সেটআপ বক্সসহ প্রায় লক্ষাদিক টাকার মালামাল নিয়ে যায়।

তিনি বলেন, এর আগে গত ২৯ মে খায়রুল স্মৃতি সংসদে আরো একটি চুরির ঘটনা ঘটেছিলো থানায় অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি। তখন যদি পদক্ষেপ নিতো তাহলে আজকের এই চুরি ঘটনা ঘটাতে সাহস পেত না। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ নিয়ে আসলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ