পাকুন্দিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
শরিফুল ইসলাম, চিফ রিপোর্টার।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা জামায়াতের অফিসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।
জেলা আমীর অধ্যাপক রমজান আলী বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। হিন্দু ও অমুসলিম ভাইদের নির্যাতন ধর্মীয় উপাসনালয় ভাঙচুর ও লুটপাট যাতে না হয় সেজন্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারপরেও যদি কেউ আপনাদের ভয় ভীতি দেখায় তাহলে আমাদের জানাবেন আমরা সর্বদা আপনাদের সেবা দিয়ে যাব।
তিনি আরো বলেন, মনে রাখবেন আপনারা আমাদের ভাই কেউ সংখ্যালঘু নন। আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি তাই আমার ভাষায় আমি এভাবে বলি হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চায়। অসাম্প্রদায়ের এই বাংলাদেশে যার যার মত ধর্ম পালন করবে তাতে কোনো বাধা নেই। আপনাদের ধর্মীয় কাজে কোনো দুর্বৃত্তকারী বাধা প্রদান করলে সেটি শক্ত হাতে দমন করা হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা এস এম ইউসুফ, উপজেলা জামায়াতের সেক্রেটার মাওলানা আ.ন.ম মমতাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পলাশ সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ প্রমুখ।