সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
অনলাইন ডেস্ক :
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে কিশোরগঞ্জ কর্মরত সকল সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা।
মঙ্গলবার (১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার সামনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল ৯ টা থেকে দুপুরে ১ টা পর্যন্ত তিন দিনের অবস্থান কর্মসূচিতে মধ্যে প্রথম দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।
সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীরর অংশ হিসেবে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন, মোঃ শাকিল আহমেদ, মোঃ আতিকুর রহমান, সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সকল সার্ভেয়াররা।
এ সময় তারা বলেন, আমাদের সাথে বৈষম্য হচ্ছে, আমরা এই বৈষম্যের অবসান চাই । আমাদের বিশ্বাস এই সরকার আমাদের দাবি মেনে নিবেন এবং দ্রুততম বাস্তবায়ন করবেন । আর যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো ।