নিকলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগ

জয়দেব আচার্য্য

নিকলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগ। কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওড় নিকলী উপজেলা এই হাওড়ে প্রতি বছরই তিন ফসলি ধান চাষ করা হয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে,আউশধান আমনধান,বোরোধান, নিকলী উপজেলায় সবচেয়ে বেশি ফলন হয় বোরোধানের, চলতি আমন মৌসুমে নিকলী উপজেলায় আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা ছিলো ১৪৬০ হেক্টর যা শতভাগ অর্জিত হয়েছে, কৃষক যাতে ফসলের সর্বোচ্চ ফলন পেতে পারে সে লক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্দ্যেগে নানা ধরনের কার্যক্রম চলমান রয়েছে, উপজেলায় আমন ধান উৎপাদিত হয় এমন ইউনিয়ন ও ব্লকে ইদু্ঁর দমন ব্যবস্থাপনা নিয়ে এবং ফসলের বিভিন্ন রোগ পোকার দমন ব্যবস্থা নিয়ে উঠান বৈঠক এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, আমন ধান চাষী দামপাড়া ইউনিয়নের কৃষক আমির উদ্দিন ও জারুইতলা ইউনিয়নের কৃষক শামসুল হক  জানান,উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং ইউনিয়নের  উপসহকারী কৃষি কর্মকর্তাদের উঠান বৈঠকে ফসল উৎপাদন বৃদ্ধির নানা বিষয় নিয়ে আমাদের  সাথে আলোচনা করেন এবং ইদুঁর দমন ও রোগ পোকাদমনে ও সার ব্যবস্থাপনার লিফলেট বিতরণ করেন,আমন ধানের চাষের ব্যাপারে নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নিকলী উপজেলার কৃষকগণ যাতে আমনের সর্বোচ্চ ফলন পায় সে জন্য মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে কৃষকদের মাঝে ইদুঁর ও রোগ পোকা দমনে লিফলেট বিতরণ করা হয়েছে এবং সর্বোচ্চ ফলন নিশ্চিতে কৃষকদের সর্বোতভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ