কিশোরগঞ্জে মশক নিধন ও নরসুন্দা নদী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
মো. মনির হোসেন: কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নরসুন্দা নদী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এসময় জেলা পুলিশ সুপার হাছান চৌধুরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ, কিশোরগঞ্জ পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকিরসহ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ফৌজিয়া খান সার্কিট হাউজের সামনে মাসব্যাপী মশক ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী কার্যক্রম শেষে জেলা প্রশাসক বলেন, নরসুন্দা নদী যতদিন পরিষ্কার না হবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে, নদী আবহমান করতে যে যে প্রক্রিয়া দরকার সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দোকান ও বাসা-বাড়ির ময়লা আবর্জনা নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। কেউ যদি নদীতে ময়লা ফেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান।