দীর্ঘদির পর দেশে ফিরলেন সুইডেন প্রবাসী বিএনপি নেতা কাকন, কটিয়াদিতে বিপুল সংবর্ধনা ও সমাবেশে

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর পরিবর্তিত পরিস্থিতিতে স্বৈরাচার মুক্ত পরিবেশে নিজ এলাকায় কিশোরগঞ্জের কটিয়াদিতে ফিরে বিপুল সংবর্ধনায় সিক্ত হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহিদুজ্জামান কাকন। প্রায় ১২ বছর পর তিনি গতকাল দেশে ফিরেন।

এ উপলক্ষে আজ রবিবার বিকালে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ডে সম্বর্ধনা প্রদান ও গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশস্থলে পৌছার শহিদুজ্জামান কাকনকে ফুল দিয়ে বিপুলভাবে সম্বর্ধিত করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহিদুজ্জামান কাকন বলেন, প্রতিকুল রাজনৈতিক পরিস্থিতিতে আমাকে দীর্ঘ প্রবাস জীবন কাটাতে হয়েছে। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে।

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফরহাদের সঞ্চালনায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ