ফুলবাড়ীতে কার্ভাট ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ী থানার প্রধান ফটকের সামনে গতকাল শুক্রবার বিকেল আনুমানিক ৪টায় কার্ভাটভ্যানের ধাক্কায় নাঈমুর রহমান নাদিম (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।নিহত নাঈমুর রহমান নাদিম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চরবানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এরং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র হিসেবে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।থানার এএসআই মিন্টু মিয়া বলেন, নাঈমুর রহমান নাদিম তার বাইসাইকেল নিয়ে স্থানীয় ঢাকা মোড় থেকে নিমতলা মোড়ের দিকে যাওয়ার সময় ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের থানার প্রধান ফটকের সামনে দিনাজপুরগামী স্মৃতি এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ট-১৩-৫০৫৬) কার্ভাটভ্যানটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে নাদিম সড়কের ওপর ছিটকে পড়ে। মুমুর্ষূ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানেই তার মৃত্যু ঘটে। কার্ভাটভ্যানটি পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয় মনিমালা সিমেনা হলের সামনে থেকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত কলেজ ছাত্র নাদিমের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের অভিযোগের বিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। #