কয়রায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদক কতৃক শিক্ষা উপকরণ বিতরন
কয়রা প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদক কতৃক শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় বিদ্যালয়ে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব শিমুল কুমার সাহার সভাপতিত্বে শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাঞ্চলের দুদকের উপ-পরিচালক জনাব মোঃ আবুল হোসেন। সহকারি শিক্ষক বরুণ কুমার বৈরাগির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনাঞ্চল দুদকের সহকারি উপ-পরিচালক জনাব মোঃ ফয়সাল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা উপজেলা দুদকের সভাপতি মোঃ দাউদ মোল্লা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খায়রুল আলম। উল্লেখ্য সভাপতি তার বক্তব্যে বলেন প্রত্যেক ক্ষেত্রে দূর্নীতি মুক্ত করতে পারলে দেশ ও জাতি সমৃদ্ধিশালী হবে এবং আজকের এই শিক্ষা উপকরণ বাস্তব প্রয়োগ হলে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে এজন্য শিক্ষকদেরও আন্তরিক হতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে জ্যামিতি বক্স, স্কেল, খাতা ইত্যাদি তুলে দেন। উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।