শালিখায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরা থেকেঃ খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও মুগ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কার্যক্রমের আওতায় মাগুরার শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এর আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৭০০ জন কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহি অফিসার সূমী মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে, সহকারি কমিশনার(ভূমি)শেখ সামছুল আরেফীন, সমবায় অফিসার বাবু পংকজ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, খাদ্যনিয়ন্ত্রন কর্মকর্তা মিনা খানম, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফসির উদ্দিন মোল্যা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম প্রমুখ।