নাটোরের অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে রাকিবুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে এই আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান ।
আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জুলাই দুপুরে উপজেলার আহমেদপুর বাজারে একটি ব্যাগে করে পাকিস্থানি রিভলবার নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম পুলিশ তাকে তল্লাশী করে তার দেহ থেকে অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্র আইনে মামলা রজু করে।ওই মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার আলাউদ্দিনের ছেলে ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ