রাণীনগরে মসজিদের ইমামসহ দু’জন গ্রেফতার ॥ লক্ষাধীক টাকার হেরোইন উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে থানাপুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে মসজিদের ইমামাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককালে লক্ষাধীক টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ । গতকাল রবিবার আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
থানাপুলিশ জানিয়েছে, এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় এস,আই তরিকুল ইসলাম উপজেলার নগরব্রীজ এলাকা থেকে রেকায়েত হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে। পুলিশের দাবি আটককালে তার নিকট থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে । সে উপজেলার কুজাইল খাঁন পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে । আটক রেকায়েত উপজেলার দূর্গাপুর প্রামানিক পাড়া জামে মসজিদের ইমাম বলে পুলিশ জানিয়েছে। অপর দিকে গতকাল রবিবার দুপুরে এস,আই হুমায়ন কবীর উপজেলার ত্রিমোহনি বাজার থেকে এমদাদুল হক (২৩) নামের এক যুবককে আটক করেছে। আটককালে তার নিকট থেকে প্রায় আড়াইগ্রাম ওজনের হেরোইন উদ্ধারের দাবি করেছে পুলিশ। আটক এমদাদুল নওগাঁ সদর উপজেলার বিল-ভবানীপুর গ্রামের এনামুল হকের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মাদক মামলা রুজু করে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে ।#