ঘোড়াঘাটে জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে বিদায় সংবর্ধনা
ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বদলীজনিত জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের প থেকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন, উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধান, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।