শালিখায় ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে । দিনটি উপলক্ষ্যে ৭ই মার্চ সকাল ১০টার উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আলী কদর, মাষ্টার সজল বিশ্বাস , মোঃ সামাদ বিশ্বাস, ইউপি সদস্য অসিত বিশ্বাস, লিটন বিশ্বাস, উদ্দোক্তা মোঃ মুরাদ হোসেন, রিনা বেগম, চৌকিদার, এনায়েত,ফারুক, পল্লী সমাজের সভা প্রধান রাবেয়া বেগম। এছাড়াও ১১নং এবং ৩০নং পল্লী সমাজের সদস্যসহ অত্র এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অধিকাংশ বক্তারা বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন, নারীদের শারীরিক ও মানসিক নির্যাতনের কুফল বা ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে নারীদের অধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।