কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ পালিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম, প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : ‘জাগবে বিশ্ব, জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতিস্বর পাল-এর নেতৃত্বে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলিয়ারচর থানার মাঠে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল আজীজ, মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন ও নাসিমা বেগম, উপজেলা ইউআরসি সহকারি ইন্সট্রাক্টর সাধন কুমার পাল, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম, প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুল হক, ফজলে এলাহি প্রমুখ।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ