বাজিতপুরে ১১ জুয়ারী আটক
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওসি মো: সাইফুর রহমান মজুমদার সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে ১১ জুয়ারীকে আটক করেছে। আটককৃতরা হলেন হিলচিয়ার পূর্বপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র দের ছেলে পল্টন দে (২৫), কান্দিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন (২০), সাবেক মেম্বার লিলু মিয়ার ছেলে মো: মিলন মিয়া (৩৮), মধ্য চন্দ্রগ্রামের আব্দুল জব্বারের ছেলে ইসরাইল মিয়া (৬৫), মধ্য ভাগলপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে হাসেম মিয়া (৫৫), পূর্ব ভাগলপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাদল মিয়া (৪০), কুকরারাই গ্রামের উসমান গনির ছেলে আব্দুল হালিম (৫৭), ডুলজান গ্রামের হাজী মুরশীদ মিয়ার ছেলে আলাউদ্দিন (৩২), পৌর সহরের মাদারহাটি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে নাসির উদ্দিন (৬২), মাদারহাটি গ্রামের গোলাম মস্তুফার ছেলে জহির উদ্দিন (৫৩) ও কুকরারাই গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে আকবর আলী (৫৯) কে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করেন।
সরারচর-পিরিজপুর ৫ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা!
বাজিতপুর(কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর-পিরিজপুর ৫কিলোমিটার সড়কটি গত ৮বছর আগে নির্মাণ করা হয় কয়েক লক্ষ টাকা ব্যায়ে এলজিডির মাধ্যমে। কিন্তু এই ৮বছর পরে ৫কিলোমিটার রাস্তার মধ্যে শতশত গর্ত হয়ে পড়ার কারনে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে গেলেও জনপ্রতিনিধি থেকে শুরু করে উর্ধতন কতৃপক্ষের কোন খেয়াল নেই বলে এলাকাবাসীর অভিযোগ। এই সড়ক দিয়ে শতশত সিএনজি, অটো বাইক, বাস,ট্রাক ও লড়ি চলাচল করে আসছে স্থানীয় জনগনদের নিয়ে। কুলিয়ারচর, কটিয়াদি ও ভৈরবের যাত্রীরা ভাগলপুর মেডিকেলে আসতে হলে এই সড়ক দিয়ে আসতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। নাম প্রকাশ না শর্তে কয়েকজন জনপ্রতিনিধি জানান, গত ১বছর ধরে শুনে আসছি, এই রাস্তার নির্মান কাজ হবে। কিন্তু এখন পর্যন্ত রাস্তার কাজ ধরা হবে কিনা তা গল্পের মত মনে হচ্ছে। গত কয়েক মাস আগে স্থানীয় এমপি আলহাজ মো: আফজাল হোসেন এলাকাবাসীকে বলেছিলেন এই সড়কের কাজ ৫-৬ মাসের মধ্যে শুরু হবে। তিনি বলার ১বছর পেরিয়ে গেলেও নির্মান কাজ এখনো শুরু হচ্ছে না বলে অনেকে মন্তব্য করছেন।