দেশের প্রথম সম্মুখযুদ্ধ নাটোরের ময়না প্রতিরোধ দিবস পালিত
নাটোর প্রতিনিধি : পাকহানাদার বাহিনীর সাথে দেশের প্রথম সম্মুখযুদ্ধ নাটোরের ময়না প্রতিরোধ দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংদ সদস্য আবুল কালাম আজদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ময়না গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী সহ অন্যন্যরা। এসময় শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ময়না প্রতিরোধ দিবসই দেশের প্রথম সম্মুখ যুদ্ধ। ৭১এর এই দিনে পাক বাহিনীর একটি বহর মেজর রাজা আসলামের নেতৃত্বে পাবনার ঈশ্বরদী থেকে মুলাডুলি হয়ে লালপুরের মধ্য দিয়ে রাজশাহী যাওয়ার চেষ্টা করে। এরপর স্থানীয় মুক্তিকামী জনতা তৎকালীন ইপিআর ও আনসারদের সহায়তায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ৩০ মার্চ বেলা এগারটা থেকে মধ্যরাত পর্যন্ত যুদ্ধ চলে। এক পর্যায়ে রাতের অন্ধকারে পাকবাহিনীর সদস্যরা ব্যাপক গুলি ও রকেট লাঞ্চার ছুড়ে পালিয়ে যেতে সম হয়। এই যুদ্ধে নিহত হয় ৯ জন পাকিস্তানী আর্মি এবং শহীদ হন ২২জন মুক্তিকামী জনতা । এদের মধ্যে ১৭ জনের পরিচয় জানা গেলেও বাকী ৫জন শহীদের পরিচয় আজও পাওয়া যায়নি।#