পাকুন্দিয়ায় এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
পাকুন্দিয়া প্রতিনিধি :
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ সোহরাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মোহাম্মদ আলী কর্তৃক অভিযোগের প্রতিবাদে আজ শনিবার সকালে শিমুলিয়া স্কুল এন্ড কলেজে শিক শিার্থীরা শিমুলিয়া চৌরাস্তা ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। প্রতিবাদ সমাবেশে শিমুলিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্য আবুল হাসেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রভাষক একরাম হোসেন মানিক, সহকারী শিক মাওঃ লিয়াকত আলী খন্দকার, জালাল উদ্দিন, আঃ রহমান, মজিবুর রহমান আকন্দ, আয়শা খানম, পাটুয়াভাঙ্গা ইউপি ছাত্রলীগের বিএম শরিফুল হাসান রুবেল।
সমাবেশে বক্তারা বলেন গত ২ আগষ্ট কিশোরগঞ্জ প্রেসকাবে একই উপজেলার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সংসদ সদস্য এড্য. মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানবতা বিরুধী অপবাদ দেন।