হোসেনপুরের মির্জা নাহিয়ান কানাডার মেধা তালিকায় সেরা বাংলাদেশী

এস এম তারেক নেওয়াজ

কানাডা প্রবাসী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি গ্রামের প্রকৌশলী মির্জা মোহাম্মদ মোফাখারুল হোসেনের একমাত্র মেয়ে মির্জা নাহিয়ান কানাডার টরন্টোর ডিষ্ট্রিক্ট স্কুল অব বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবীদের তালিকায় ৯৯.৩৭ শতাংশ নম্বর পেয়ে সাতজন মেধাবীর তালিকায় চতুর্থস্থান অর্জন করে সেরা বাংলাদেশী শিক্ষার্থীর গৌরব অর্জন করেছেন।
নাহিয়ানের পারিবারিক সূত্রে জানাযায়, বাবার চাকুরির সুবাদে ২০০৫ সালে ৩১শে জানুয়ারী থেকে নাহিয়ান পরিবারের সাথে কানাডায় বসবাস শুরু করেন। সম্ভ্রান্ত ও শিক্ষিত বংশের মেয়ে মির্জা নাহিয়ান ছোটবেলা থেকেই অধ্যবসায়ী.মনোযোগী ও তীক্ষèবুদ্ধিসম্পন্ন। কানাডায় ভর্তির পর থেকেই ‘‘সিডারব্রে কলেজিয়েট ইন্সটিটিউট, টরন্টো’’ স্কুলের যে কোন পরীক্ষায় নাহিয়ান সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হতে। এরই ধারবাহিকতায় গত ১৯ জুলাই কানাডার টরন্টোর ডিষ্ট্রিক্ট স্কুল অব বোর্ডের (টিডিএসবি) প্রধান কার্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শীর্ষ মেধাবীদের তালিকা প্রকাশ করেন। কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে সাতজন শিক্ষার্থী ওই শীর্ষ মেধাবী তালিকায় স্থান পায়। তার মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি গ্রামের মীর্জা পরিবারের নাহিয়ান চতুর্থস্থান লাভ করে সেরা বাংলাদেশী শিক্ষার্থীর গৌরব অর্জন করেন।
নাহিয়ানের পিতা যন্ত্রপ্রকৌশলী মির্জা মোহাম্মদ মোফাখারুল হোসেন ও মাতা স্কুল শিক্ষিকা নাসরীন সুলতানা ই-মেইল বার্তায় জানান, বর্তমানে নাহিয়ান কানাডার সেরা উচ্চশিা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগে স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি হয়েছে। এ দিকে টরন্টো বিশ্ববিদ্যালয় নাহিয়ানকে ১০ হাজার ডলারের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সেদেশের সম্মানজনক ‘শুলিচ লিডার স্কলারশিপ’-এর বাছাইপর্বে মনোনয়ন লাভ করেছেন মির্জা নাহিয়ান। তার এ অভাবনীয় সাফল্যে গর্বিত বাংলাদেশী হিসেবে সকলের নিকট দোয়া চেয়েছেন তার পিতা-মাতা।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries