কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ইঞ্জিনিয়ারের দুই বছরের জেল
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর মো. আরিফুল ইসলাম হাসিব (২৮) নামে এক মাদকসেবী ইঞ্জিনিয়ারের দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দ-াদেশ দেন।
দ-প্রাপ্ত মাদকসেবী মো. আরিফুল ইসলাম হাসিব (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে এবং তিনি একটি ঠিকাদারী ফার্মে কর্মরত রয়েছেন।
এর আগে গতকাল রোববার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় মো. আরিফুল ইসলাম হাসিবকে (২৮) দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।