কটিয়াদীতে নদীর পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু লাশ উদ্ধার
কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সোমবার সকালে চাঁন্দপুর ইউনিয়নের দড়িচারিয়া গ্রামের শাহানা আক্তার (৪০) নামের এক গৃহবধূ নদীতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধ্যার করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় সোমবার সকালে দড়িচাড়িয়া গ্রামের কৃষক আলাল উদ্দিনের স্ত্রী শাহানা আক্তার স্বামীকে ঘরে রেখে বাড়ির পাশেই কুড়িখাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। স্বামী আলাল উদ্দিন ঘুম থেকে উঠে দীর্ঘ সময় স্ত্রীকে না পেয়ে পরিবারের লোকজনসহ তাঁকে নদীতে খুজতে যায়। নদীর ঘাটে শাহানার লাশ ভাসতে দেখে এলাকাবাসী কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধ্যার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন নিহতের শরীরে আঘাতের কোন দাগ পাওয়া যায়নি। পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দাযের করা হয়েছে।