বাজিতপুর ও কুলিয়ারচর দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০, অর্ধশত বাড়িঘর ভাংচুর
বাজিতপুর প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নোয়াপাড়া ও কুলিয়ারচর পশ্চিম নোয়াপাড়া কামাল মিয়া গ্রুপ ও দেলোয়ার হুসেন গ্রুপের মাঝে মধুর চাক ভাঙ্গাকে কেন্দ্র করে গত শনিবার সকাল থেকে রবি বার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এই দুই গ্রামের অর্ধশত বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই দুই গ্রামের আহতরা হলেন রানা খাঁ (২৪), রুস্তম খাঁ (৪০), শেগুন খাঁ (৫০), মস্তু মিয়া (৫০), ওমর মিয়া (৪৫), জহিরুল ইসলাম (৪০), জীবন খাঁ (৪৫), কামাল হুসেন (৫৫) সহ অন্তত ১৫-২০জন কে বাজিতপুর সরকারী ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানাসূত্রে জানাগেছে কামাল মিয়া গ্রুপ ও দেলোয়ার হুসেন গ্রুপদ্বয় এলাকার জীবন খাঁ, হামিদ মিয়ার দুকান ভাংচুর, উমর মিয়ার মুদির দুকান সহ এলাকার ৫০টি বাড়ির সুকেস থেকে নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার সহ অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এই ঘটনায় গতকাল রবিবার দুপুর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উছমানপুর ইউপি চেয়ারম্যান মো: নিজাম কারী জানান, এই ঘটনার জন্য তিনি তীব্র নিন্দা ও ঘটনাকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আইনানুগভাবে ব্যাবস্থা নিবে বলে উল্লেখ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই থানায় কোন মামলা নেওয়া হয়নি।