পাকুন্দিয়া রিপোটার্স কাবের জরুরি সভা
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলাকারি দুর্বৃত্তদের গ্রেপ্তার ও আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জরুরি সভা করেছে পাকুন্দিয়া রিপোটার্স কাব।
গতকাল বুধবার সকালে পৌরসদরের সালাহ্উদ্দিন সুপার মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স কাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের পাকুন্দিয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয় এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক নির্যাতন বন্ধ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সাংবাদিক এমদাদুর রহমান, গোলাপ আমিন, শরীফ আহমেদ, আফসার আশরাফী, শামীমা বেগম, কামরুল হাসান ও স্বপন হোসেন প্রমুখ।