ভৈরবে ১১ কেজি গাঁজা-ফেনসিডিলসহ ট্রেনের গার্ড আটক
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ ট্রেনের পরিচালক (গার্ড) নিয়াজ মামুদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গতকাল শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটক নিয়াজ মামুদ সিলেটের সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) হিসেবে কর্মরত রয়েছেন।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি গতকাল শুক্রবার (৩১ আগস্ট) সকালে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের পরিচালক (গার্ড) নিয়াজ মামুদকে আটক করা হয়। এসময় ট্রেনটির পরিচালকের (গার্ডের) নিয়ন্ত্রণে থাকা লাগেজভ্যানের তালা খুলে তল্লাশি চালিয়ে লেপে মোড়ানো বস্তাবন্দী অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।