সখিনা হত্যাকান্ড, ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সর্ম্পক জের : অভিযোগ পরিবারের
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামে জাহিদুল ইসলাম এর স্ত্রী দুই সন্তানের জনণী সখিনা খাতুন গত ১০ দিন আগে স্বামীর বাড়ির ডোবার মধ্যে পড়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সখিনার পরিবারের অভিযোগ, তার স্বামী বিদেশ ফেরত জাইদুল ইসলাম তার ছোট ভাই বাদশা মিয়ার স্ত্রী সুরাইয়া আক্তারের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণে জাইদুল ইসলাম সিরাজ মিয়া, মঞ্জু মিয়া, সুরাইয়া আক্তারসহ শশুরবাড়ির লোকজন সখিনা আক্তারকে হত্যা করে বাড়ির পাশের সাইফুল মিয়ার ডোবার মধ্যে ফেলে রেখে যায়। গত ১০ দিন পার হয়ে গেলেও বাজিতপুর থানার পুলিশ জাইদুল ইসলাম সিরাজ মিয়া, মঞ্জু মিযা, দুলাল মিয়া, সুরাইয়া আক্তার, বিনা আক্তার কে গ্রেফতার করছেনা বলে নিহত সুরাইয়া আক্তারের পিতা বাদী কেনু মিয়া দাবী করেন। বাজিতুপুর থানার ওসি সাইফুর রহমান মজুমদার বিপিএম জানান, এটা কি হত্যা না আত্মহত্যা মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তিনি বলেন, আসামীরা কেউ এলাকায় নেই।