কটিয়াদীতে বাম জোটের ‘দাবী দিবস’ পালিত
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাম জোটের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী উপজেলা কমিউনিষ্ট পার্টির উদ্যোগে ‘দাবী দিবস’ পালিত হয়েছে। সোমবার বিকালে এ উপলক্ষে বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির সভাপতি কমরেড মস্তোফা কামাল নান্দু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সহ সভাপতি আরিফুল হক এরশাদ, উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি কমরেড সেলিম খান, সাধারণ সম্পাদক শেখ জমশেদ প্রমুখ। বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষে তদারকি সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, টাকার খেলা বন্ধ ও পেশিশক্তি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবী করেন।