হোসেনপুরে নবাগত ইউএনও’র যোগদান
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কমল কুমার ঘোষ যোগদান করেছেন।এর আগে গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে তিনি বিকেলে তাঁর নিজ কর্মস্থল হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অফিস করেন।
গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্র এবিষয়টি নিশ্চিত করেছে। ২৮তম বিসিএস এর মাধ্যমে সহকারী কমিশনার পদে কর্মেেত্র প্রবেশ করেন কমল কুমার ঘোষ। পরে তিনি জেলা ও উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের আগে সর্বশেষ তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।