পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়ার তারাকান্দি গ্রামের কৃতি সন্তান,একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব জামাল উদ্দিন সরকার হার্ট এ্যটাক করে গত সোমবার দুপুর ৩:৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত ১৪ তারিখ দ্বিতীয় বারের মত হ্জ্ব সম্পন্ন করে বাড়িতে আসেন।
মরহুমকে আজ সকাল ১০:০০ ঘটিকায় তারাকান্দি ঐতিহাসিক ঈদগাহ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোখলেছুর রহমান, এসিলেন জনাব হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জনাব মেজবাহ উদ্দিন সহ মুক্তিযোদ্ধা,স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষাবিদ ও বরণ্য ব্যাক্তিবর্গ।মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ৪ মেয়ে সহ অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে যান