কটিয়াদীতে বাবাকে বাচাঁতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কিশোরগঞ্জের কটিয়াদীতে মানিকখালী রেল ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে সিগন্যাল এলাকায় মটর সাইকেল আরোহী বাবাকে বাচাঁতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৭ বছরের শিশু লীজা নিহত হন।
এলাকাবাসী জানান আজ বিকালে নাসিরাবাদ থেকে ছেড়ে আসা চট্টগামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি মানিকখালী রেল ষ্ট্রেশন থেকে ছেড়ে আসার পথে পিতা হাসেন আলী মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে রেল লাইন পাড় হওয়ার সময় সিগনালের তারে আটকে পড়ে যায়। লাইনের অপর পার্শ্বে থাকা মেয়ে বাবাকে বাচাঁতে এগিয়ে আসার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত লিজার বাড়ী উপজেলার চানপুর মদিনাজপাড়া।