উন্নয়ন মেলা উদযাপন করে কুলিয়ারচর উপজেলা জেলায় তৃতীয় স্থান অর্জন
মুহাম্মদ কাইসার হামিদ
” উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গত ৪ – ৬ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা ও অর্ধশত স্টলে বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার মধ্যে ৩য় স্থান অর্জন করেছে কুলিয়ারচর উপজেলা।
উন্নয়ন মেলায় বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে কুলিয়ারচর উপজেলা কিশোরগঞ্জ জেলায় ৩য় স্থান অর্জন করায় রবিবার (২১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় কমিটির মাসিক সভায় কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল মিল্লাত ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের হাতে ৩য় স্থানকৃত সন্মাননা ক্রেস্ট তুলে দেন জে্লা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা যায়, কুলিয়ারচরে ৩ দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তৃতীয় স্থান অধিকার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুলিয়ারচর জোনাল অফিস। মেলার শেষ দিন ৬ অক্টোবর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বিরোধী এবং বয়ঃ সন্ধিকালে সমস্যা সমূহের ব্যবস্থাপনা বিষয়ক একটি ক্যাম্পেইন এ প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিজয়ী তিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সেরা দশ প্রতিষ্ঠানে কর্মকর্তাদের হাতে বিজয়ী সনদ তুলে দেন। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী অর্ধশত প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।