তাড়াইলে মা সমাবেশ অনুষ্ঠিত
আমিনুল ইসলাম বাবুল :
০২
“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা শিা অফিস এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
এস.ডি.জি’র লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক শিা অধিদপ্তর এর নিদেশক্রমে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাাথমিক শিা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ এবং জনচেতনামূলক কর্মসূচী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিা অধিদপ্তরের পরিচালক (পরিবীণ ও মুল্যায়ন) বিজয় ভূষণ পাল। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার।
কিশোরগঞ্জ (সদর) উপজেলা শিক্ষা অফিসার মো. ইমদাদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাড়াইল থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, মো. গোলাপ হোসেন ভূঞা, তাড়াইল প্রেসকাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, শিশুদের মা তাসলিমা আক্তার, মনি আক্তার, প্রমিলা ঘোষ, প্রিয়াংকা দেবনাথ প্রমুখ। মা সমাবেশে উপজেলার ৭০টি স্কুলের মা অভিভাবক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজননৈতিক সমাবেশে উপস্থিত ছিলেন।