আনন্দঘন পরিবেশে ছড়াকার সামিউল হক মোল্লার ৫০তম জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার: গত ২৮ অক্টোবর ছিল ছড়াকার সামিউল হক মোল্লার ৫০তম জন্মদিন। জন্মদিন উপলে কিশোরগঞ্জ ছড়াকার সংসদ এক “আনন্দ আড্ডা” অনুষ্ঠানের আয়োজন করে। বিয়াম ল্যাবরেটরি স্কুলে সন্ধ্যা ৭টায় ছড়াকার সংসদরে সভাপতি ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের সভাপতিত্বে আনন্দ আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছড়াকারকে নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল। আলোচনায় অন্যান্যের মধ্যে ছিলেন অ্যাড. সাইফুল হক মোল্লা দুলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লূনা, রাজনিতিক ও সাংস্কৃতিক কর্মী শেখ ফরিদ আহম্মদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ উসমান গুনি, শিল্পি আবুল হাসেম, কবি বাঁধন রায়, কবি সদরুল উলা, কবি আসলামুল হক আসলাম, কবি ও সাংস্কৃতিক কর্মী আবদুল ওয়াহাব, কবি গৌতম দেবনাথ, শিল্পী বিজন দাস, শিল্পী হামিদুল ইসলাম মুকুল, মোঃ কায়েস, নিত্য শিল্পী রুয়েল প্রমুখ। আলোচকগণ ছড়াকারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। পরে বিশাল কেক কেটে ছড়াকারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি মোঃ জিয়াউর রহমান।