কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের জয় এনে দিতে চান হাজী কাইয়ুম
স্টাফ রিপোর্টার
জোট রাজনীতির কারনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বার বার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থন পেয়েছেন শরিক দল জাতীয় পার্টির প্রার্থী। কিন্তু এবার পরিবর্তন চান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরিবর্তন প্রত্যাশী মানুষের আগ্রহকে সম্মান জানিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন করিমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও করিমগঞ্জ পৌরসভার টানা দু’বারের মেয়র হাজী আব্দুল কাইয়ুম। হাজী আব্দুল কাইয়ুম এর দৃঢ বিশ্বাস, দলীয় মনোনয়ন পেলে আসনটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন তিনি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে ও জমা দিয়ে আলোচনায় এসেছেন যুবলীগের এই নেতা। মনোনয়ন ফরম জমা দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে হাজী আব্দুল কাইয়ুম বলেন, করিমগঞ্জ-তাড়াইল মূলত আওয়ামী লীগের আসন। অতীতে দু’বার এ আসনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। অথচ এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী জনভিত্তি রয়েছে। হাজী আব্দুল কাইয়ুম যোগ করেন, আশা করি, বিগত দিনে আমার কর্মকা-ের মূল্যায়ন করবে দল। মনোনয়ন পেলে জয় শতভাগ নিশ্চিত, ইনশাআল্লাহ।