কিশোরগঞ্জে জোড়া খুনের দায়ে ১ জনের ফাঁসি
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় ছাবেদ উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ.জি.এম. আল মাসুদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের পেশকার মো. বিল্লাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদ- প্রাপ্ত আসামি ছাবেদ উল্লাহ (৫৫) পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। মামলার সংপ্তি বিবরণে জানা যায়, স্ত্রীর পরকিয়ার জের ধরে ২০০৩ সালের ২৭ জুন গভীর রাতে ছাবেদ উল্লাহ ছুরিকাঘাতে তার স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করেন। এ সময় ছেলের বউকে রা করতে এগিয়ে গেলে মা জহুরা খাতুনকেও ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক ছাবেদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ছাবেদ উল্লাহর ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে তার বড় ভাই ছাবেদ উল্লাহকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তৎকালিন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান একই বছরের ২২ ডিসেম্বর আসামি ছাবেদ উল্লাহর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে আদালত এ রায় দেন। রাষ্ট্রপে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট যগেশ্বর রায় চৌধুরী। আসামি পে ছিলেন অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা।