কাস্তে দিয়ে ধান কেটে আমন ধান কাটার উদ্বোধন করলেন ডিসি
স্টাফ রিপোর্টার
মাথায় গামছা, হাতে কাস্তে। যেন একজন পুরোদস্তুর কৃষক। কৃষককে অনুপ্রাণিত করতে এভাবেই জমিতে কাস্তে দিয়ে ধান কেটেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এর মাধ্যমে তিনি আমন ধান কাটার উদ্বোধন করেন। নবান্ন উৎসব উপল্েয আমন ধান কাটার উদ্বোধন করতে গিয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় কাস্তে দিয়ে ধান কাটেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাশেম রনি, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন, স্থানীয় উপসহকারী কৃষি অফিসার উম্মে কুলসুম জেবুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।