হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) র্যালী ও আলোচনা সভা
হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভিযে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার(২১নভেম্বর) আহ্লে সুন্নত ওয়াল জামায়াত এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার নতুনবাজার গোলচত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আড়াইবাড়িয়া রহুল মাষ্টারে বাড়ি সংলগ্ন মাঠে এসে শেষে হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আহ্লে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি মোজাম্মেল হক তারা,সাধারন সম্পাদক মোঃ রহুল আমিন,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাদির স্বপন, মোঃ আব্দুল মোমেন, আবু কালাম, শফিক মিয়া প্রমূখ। এছাড়াও, স্থানীয় তরিকত ফেডারেশন,শাহ্ সুফি আহসান(র) মাজার ও মসজিদ কমিটি,ধনকুড়া নন্দন ফকির বাড়ি, আড়াইবাড়িয়া রহুল আমিন মাষ্টারের বাড়ী ও ধুলিহর আহসান পীরের মাজারসহ বিভিন্ন স্থানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বুধবার রাতব্যাপী ওয়াজ মাহফিল,জশনে জুলুস,আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় ভক্ত ও অনুসারীরা।