কিশোরগঞ্জে র্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ৭৭ পিস ইয়াবাসহ মো. পাবেল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।গত মঙ্গলবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া-কানিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মো. পাবেল (২২) কিশোরগঞ্জ শহরেরর হয়বত নগর ফিসারী রোডের মো. মজনু মিয়ার ছেলে।র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান জানান, গত মঙ্গলবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া-কানিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।