কুলিয়ারচরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
কুলিয়ারচরে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি তৈরি ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কসমেটিক্স বিক্রির অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর। বুধবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুলিয়ারচর বাজার ও উপজেলার বাজরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলার বাজরা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে নিউ স্টার মেডিক্যাল হলকে ছয় হাজার টাকা ও মিম মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কুলিয়ারচর বাজারে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভা-ারকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অপরাধে কেয়া কসমেটিক্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য স্পটে ধ্বংস করা হয়। জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর চন্দ্র পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।