মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের নতুন কার্যকরী কমিটি সভাপতি সাদী ও সম্পাদক শামীম
আমিনুল হক সাদী
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ইতিহাস ঐতিহ্য অন্বেষনে সংরক্ষণে অনন্য স্বেচ্ছাসেবী সংস্থাা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে লেখক ও সাংবাদিক আমিনুল হক সাদীকে সভাপতি ও এনামুল হক শামীম (মাস্টার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান। অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি শিক্ষক আবুল কাশেম শামীম, সহ-সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, সাংগঠনিক সম্পাদক উদ্যোক্তা শাহরিয়ার আলম নাহিদ, অর্থ সম্পাদক মোঃ সেলিম মিয়া, প্রচার সম্পাদক রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক কবি মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য দিলোয়ারা, কার্যকরী সদস্য প্রভাষক মোঃ আবুল হাসেম, শিক্ষক আবু বকর ছিদ্দিক। প্রসঙ্গত ২০০৬ সালের ১ আগষ্ট ইতিহাস ঐতিহ্য অন্বেষনে সংরক্ষণে অনন্য স্বেচ্ছাসেবী সংস্থাা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত হওয়ার পর থেকে অধ্যবদী ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ও সমাজসেবা মূলক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছে।