মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইফার আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল
আমিনুল হক সাদী
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ। বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মাও: এনামুল হক, ফিল্ড সুপারভাইজার মাও: আবু সাঈদ, মাও: তাওহিদুল ইসলাম, মাও: জসিম উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এসময় প্রশাসন ও ইফার উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, ইমাম ও উলামায়ে কেরামগণ উপস্থিাত ছিলেন।