কুলিয়ারচরে কৃতি শিার্থীদের মাঝে পুরস্কার বিতরন
মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃতি শিার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার পালটিয়া লেনিন কিন্ডারগার্ডেনের উদ্যোগে বিদ্যালয় প্রঙ্গনে আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান নবাব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র-২ মোজাম্মেল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য সৈয়দ এরশাদ উজ্জামান, প্রধান শিক আব্দুস সাত্তার সহ বিদ্যালয়ের আভিভাবক, শিক ও কোমলমতি শিার্থীরা। অনুষ্ঠানে কৃতি শিার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।