জে এস সি পরীক্ষায় লায়ন মজিব-মুনা গার্লস হাই স্কুলে শতভাগ পাশ
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর :
এবারের জে এস সি পরীায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের অজপারা নোওয়াগাঁও গ্রামস্থ লায়ন মজিব-মুনা গার্লস হাই স্কুলে শতভাগ পাশ করেছে। জানা যায়, লায়ন মুজিব-মুনা গার্লস হাই স্কুল থেকে এবারের ২০১৮ সালের জে এস সি পরীায় ৭৯ জন শিার্থী অংশগ্রহণ করার কথা ছিল। অসুস্থতার কারনে পরীায় ১ জন অংশগ্রহণ করতে না পারায় ৭৮ জন শিার্থী অংশগ্রহণ করে ৭৮ জনই কৃতকার্য হয়েছে। এদের মধ্যে “এ” পেয়েছে ১ জন, ” এ- ” পেছে ১০ জন, ” বি ” পেয়েছে ১৮ জন,” সি ” পেয়েছে ৪৩ জন ও ” ডি ” পেয়েছে ৬ জন। বিদ্যালয়ের দাতা ও সদস্য লায়ন মশিউর আহমেদ বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এসএসসি ও জেএসসি পরীায় এ উপজেলায় বেশ কয়েকবার কৃতিত্বের সাথে শতভাগ পাশ করে প্রথম স্থান অর্জন করেছে। ভাল রেজাল্ট করেও বিদ্যালয়টি এমপিও ভূক্ত না হওয়ায় অচিরেই বিদ্যালয়টি এমপিও ভূক্ত কারার জন্য সরকারের প্রতি আহব্বান জানান তিনি।