কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে ছুরিকাঘাতে মেহেদী হাসান জয় নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র জয় বিন্নাটি আতকাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে সে স্থানীয় আব্দুল গণি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে গেলে স্কুল প্রাঙ্গনে কয়েকজন কিশোর মিলে তার উপর হামলা চালায় । ছুরিকাঘাতে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায় । এ ঘটনা দেখে একজন শিক্ষক এগিয়ে আসলে তাকেও আহত করে হামলাকারীরা ।
আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার জয়কে মৃত ঘোষনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আমরা সকল রহস্য উদঘাটন করে অচিরেই হামলাকারীদের গ্রেফতার করতে পারবো