কিশোরগঞ্জে অটোবাইকসহ ঘাতক আটক
রাজিবুল হক সিদ্দিকী,
কিশোরগঞ্জ: ড্রাইভারকে খুন করে অটো চুরি করে নিয়ে যাওয়ার দেড় মাস পর গত শুক্রবার (১১ জানুয়ারী) অটোসহ হত্যাকারীকে র্যাব- ১৪ আটক করেছে। গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিম তারাপাশা এলাকার বাবুল মিয়ার ছেলে রাব্বী মিয়া (১৭) এর লাশ সদর থানাধীন রশিদাবাদ গদাবাড়ী এলাকার বেইলী ব্রিজ এর নীচে একটি ধান ক্ষেতের কাঁদা-পানি হতে উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা নজরদারীতে তাড়াইল থানার পানখলা বোরগাঁও গ্রামের মৃত লক্কু মিয়ার পুত্র মোঃ রোমান (৩০) কে আটক করে। তার তথ্য অনুযায়ী চুরিকৃত অটোবাইকটি উদ্ধার করা হয়েছে। মোঃ রোমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স¦ীকার করে বলে জানান। তাকে খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।